Posts

Showing posts from August, 2012

Story of an Unknown Friend

Image
তখন কলেজে পড়ি। দ্বিতীয় বর্ষের ছাত্র। তখন আমার এবং আমার বাকি বন্ধুদের সাঙ্গে, প্রথম দেখা তার। প্রথম দিন থেকেই, আমাদের সকলের কাছে, খুব আদরের পাত্র ছিল সে। ভালবেসে আমরা তার নাম দিয়েছিলাম “ভোলু”। রং তার কালো ছিল বটে, কিন্তু দেখতে ভালই ছিল। একদম সুপুরুষ। কলেজের ক্লাস শেষ হলে মাঝে মাঝেই আমাদের সঙ্গ দিত সে। মাঠে বসে আমাদের সাঙ্গেই আড্ডা মারত। আমাদের সঙ্গে চা খেত। কেক খেত। বিস্কুট খেত। ওর সাঙ্গে খেলা করে, ওর পিছনে লেগে, ওকে তাড়া করে, ওকে দৌড় করিয়ে, সময়টা কেটে যেত বেশ। কোনও সময় দেখতাম সে রেগে যাচ্ছে, আবার পরের মুহূর্তে বেশ আনন্দ পাচ্ছে। এই করতে করতে আমাদের সঙ্গ সে ছাড়ত না। আমারাও মজা পেতাম ওকে নিয়ে। এমনও হয়েছে যে আমরা ক্লাস করছি, এমন সময় দরজা দিয়ে তার প্রবেশ। একদম ক্লাসরুমের ভিতর। তারপর আনেক চেষ্টা করে তাকে বের করতে হত। সে এক কাণ্ড হত তখন। প্রফেসর হতভম্ব। পড়াবে, নাকি রঙ্গ দেখবে। আমাদের ভারী মজা লাগত।

এই “ভোলু”, যার কথা বলছি, হল একটি রাস্তার কুকুর। একরকম, খুব স্বাভাবিক বন্ধু হয়ে উঠে ছিল সে আমাদের। কলেজ ছাড়ার পর, অনেক দিন দেখা হয়নি ভোলুর সাঙ্গে। গত বছর খোঁজ নিয়ে জেনেছিলাম সে মারা গেছে গাড়ি চাপা প…

When I Met An Old Lady

ঘটনাটা প্রায় মাস ছয়েক আগের কথা। রোজ কার মতো অফিস থেকে বাড়ি ফিরছি। বেহালা চৌরাস্তার বাস স্ট্যান্ডের সামনে দাড়িয়ে আছি অটোর জন্য। হঠাৎ, এক রকম আচমকা, পিছন থেকে এসে কে যেন আমার ডান হাতটা ধরল। আমি হতভম্ব! অবাক হয়ে পিছন ফিরে তাকালাম। দেখলাম এক বুড়ি ভদ্রমহিলা, মাথায় সাদা ছুল, বয়েশ ষাটের উপর হবে, আমার দিকে নিরুপায় হয়ে তাকিয়ে আছেন। দেখে মনে হল শরীরে কোনও ব্যামো আছে। বয়েশের ভারে নুইয়ে পড়েছে শরীর। আমার কিছু বলার আগেই, ওই প্রবীণা এক অদ্ভুত কাকুতির সুরে বললেন, “বাবা আমায় একটু রাস্তাটা পার করে দেবে? আমি চোখে ভাল দেখতে পাইনা। আর এত গাড়ি আসতে দেখে আমার ভয় লাগছে। একটু সাহায্য করো”। এই কথা বলে সেই মহিলা আমার হাতটা ধরেই রইলেন।
কোনও কথা না বলে, প্রবীণার হাত ধরে রাস্তাটা পার করলাম। ওই পারে গিয়ে বুড়ি ভদ্রমহিলা যেন স্বাস্তির নিঃশ্বাস ফেললেন। হাতটা ছাড়িয়ে আমি চলে আসতে যাব, এমন সময় দেখি ওনার চোখে জল। উনি কাঁদছেন। কাঁদতে কাঁদতে আমার মাথায় হাত দিয়ে বললেন, “ভগবান তোমার মঙ্গল করুক। সুখি হও। আমার আশীর্বাদ রইল”। এই কথা বলে সেই মহিলা এক মুহূর্তও আর দাড়ালেনা। আমি অবাক। পিছন ফিরে রাস্তা পার করে অটো করে বাড়ি আসতে আসতে …

Useless Effort

Image
জীবনেরএইছোটসময়েরমধ্যে, যেটুকুঅল্পশিক্ষিতহতেপেরেছি, এবংযেটুকুসমাজচেতনাআমারমধ্যেএসেছেগতকিছুবছরে, তাদিয়েআজ